কো‌নো এক বি‌কে‌লে তু‌মি এ‌সে‌ছি‌লে,
যখন সূর্য‌ তার প্রখর তাপ হা‌রি‌য়ে ঝি‌মে ব‌সে‌ছে,
তু‌মি চু‌পি স্ব‌রে এ‌সে ব‌লে‌ছি‌লে ভা‌লোবা‌সি।
তখন র‌ক্তিম র‌াঙা পশ্চিম দিগন্তের পথ ধ‌রে ‌তোমার বিচরণ
‌তোমার দেহবল,স্পৃহা সব কিছু‌তেই  ছি‌লো স্পর্শময়ী শিহরণ,
তু‌মি এ‌সে‌ছি‌লে নব অবতাররূ‌পে আমার অবব‌া‌হিকায়
আ‌মি উ‌ঠো‌নে দা‌ড়ি‌য়ে ছি‌লাম আর ভাবলাম-তু‌মি আমার পুরঁজ‌ন।
আমাকে দেখালে  বে‌লী ফুলের মত শ্বেতী তোমার বদনখা‌নি
আমি লজ্জায় রমণীর মতো নতজানু হ‌য়ে রইলাম কিছুক্ষন,
‌তোমার দৃ‌ষ্টিনন্দন বদনে আর সুভা‌সে আমার মন হুহু ক‌রে উঠ‌লে‌া।
ভাব‌তে লাগলাম- কি অপরুপাকে আ‌মি পাইলাম!
তখন তু‌মি চু‌পি স্ব‌রে ব‌লে‌ছি‌লে ভা‌লোবা‌সি।
আ‌মি আকাশ পা‌নে তা‌কি‌য়ে ধন্যবাদ জ্ঞাপন করলাম বিধাতা‌কে
তু‌মি মি‌শে আ‌ছো হাজা‌রো কল্পনায়,ভা‌লোবাসার প্রমত্ত অবসা‌দে।
কো‌নো এক বি‌কে‌লে তু‌মি এ‌সে‌ছি‌লে,
যখন শর‌তের কাশফু‌লগু‌লে‌া আ‌বেদনময়ী রহ‌স্যে পরস্পর‌কে ছুঁ‌য়ে দেয়
নিছক অর্থহীনভ‌া‌বে নয় বরং ভা‌লোবাসার  প্রমত্ত অবসা‌দে।
আমার ‌নি‌খিল অন্ত:করণ ‌তোমা‌কে স্পর্শ ক‌রে‌ছে দিব্য নজ‌রে
ওদের মত আমারও একটু উ‌মেদ জে‌গে ছি‌লো তোমার ত‌রে।
সবটুকু আশার প্রদীপ আরও দাউদাউ ক‌রে উঠ‌লো-
যখন তু‌মি চু‌পি স্ব‌রে এ‌সে ব‌লে‌ছি‌লে ভা‌লোবা‌সি।
আ‌মি হতবাক হ‌য়ে তোমার পা‌নে একলনা তা‌কি‌য়ে নি‌জের অজা‌ন্তে
হয়ত আ‌মিও ব‌লে‌ছি-ভা‌লোবা‌সি!
কেউ কাউ‌কে বা‌ঁধে না,ভা‌লোবাসা সকল‌কে বা‌ঁধে
আ‌মা‌কে আ‌মি বা‌ঁধে না,আমা‌কে তু‌মি বা‌ঁধে।