জয়ীতা,
  হারানো সুর দিবে কি ফিরিয়ে?
  অশ্রু ভেজা চোখে বেলা অবেলায়;
  হৃদি-দরপণে জাগে প্রেম-প্রণয়!
  জয়ীতা,
  আবার শিউলী মালা কি ‌দিবে গলে?
  হীয়ার পানে সেই অপূর্ণতাকে সবিনয়;
   হৃদি-দরপণে জাগে প্রেম-প্রণয়।
জয়ীতা,
আবার কদমতলের স্মৃতি দিবে কি জাগিয়ে?
  আষাঢ়ের বর্ষায় ভেজা চুম্বনের মলয়;
  হৃদি-দরপণে জাগে প্রেম-প্রনয়।
  জয়ীতা,
  হারা‌নো পত্রখা‌নি দি‌বে কি খুঁজে?
  মায়াবী হা‌তের আল‌তো ছোঁয়ায়;
  হৃ‌দি-দরপ‌ণে জা‌গে প্রেম-প্রণয়।
  জয়ীতা,
অকণ্টক কথা দি‌বে কি বল‌তে আমায়?
  ‌শিশু মু‌খে কদমত‌লে নিরালায়;
হৃদি-দরপ‌ণে জা‌গে প্রেম-প্রণয়।