কেউ কাউকে বাঁধেনা, ভালোবাসা সকলকে বাঁধে
আমাকে আমি বাঁধে না, আমাকে তুমি বাঁধে।
আমাকে রেখে দিও ভালোবেসে যতনে,
ভালোবাসা খুঁজে নিবো রাঙা দুটি চরণে।
আমাকে তুমি বাঁধে, তোমাকে আমি বাঁধে
বাঁধনে সকল বাঁধে, ভালোবাসার বাঁধনে।
কাব্যগ্রন্থ: অপেক্ষা
সংখ্যা: ১