ঝড়ের বেশে এলে তুমি
দিয়ে গেলে অন্তিম ছুটি।
আজ তবে বেদনার মোহন-
বন্ধ করলে মোর টুঁটি।
হৃদয় গহীনে যে আলো দিয়ে
তুমি দেখালে বাঁধন হারা স্বপন।
শূন্য করে মোরে, দিলে মোঘ
হয়েছি আজ রিক্তের বেদন।
ভাবিনু এমন, কে পড়িবে তোমার কাতান?
বক্ষ চিরে আহুতি, বাজে রাগিণী
আড়াল হয়ে অমনি করিলে প্রস্থান।
কত রাত্রি, কত প্রহর করেছি বিরচন
বেদনার খ করে, অমানিশা জ্বালিয়ে
অশ্রুজলে ভাসিয়ে করিলে অবচেতন।
করুণ জহর পানে ফেঁটে যায় বুক
সুভ্রতায় রেখে ছিলেম তোমায়
কুড়িয়ে এনেছিলেম ঝিনুক।
ঝড়ের বেশে এসে, দিয়ে গেল জহর
বসন্ত হারিয়ে, বিরাগে মন
এঁকে দিলে আজন্ম বিচ্ছেদের মোহর।
২৬.০২.২০২৫, মিরপুর