এই শহরের সবটুকু আভা নিভে যাবে,
যখন আমার অশ্রুজলে;
সকল মায়া স‌লিলে সমাধি হবে।
যখন আমার সকল চাওয়া বিভৎস হয়ে যাবে।
যখন রঙিন স্বপ্নগুলো দূরে কোথাও হারিয়ে যাবে।

মুক্ত রাতের অন্ধকারের গভীরে-
আমার হৃদয়ের উজ্জ্বল জোৎস্না নিভে যাবে,
যখন আমার অশ্রুজলে;
সকল মায়া সলিলে সমাধি হবে।

এই শহরের সোডিয়াম বাতিগুলো হঠাৎ - একটা প্রকট শব্দে নিভে যাবে,
আমার তীব্র আর্তনাদের বিচরণ রূপে
যখন তোমার অবহেলার অন্ধকারে
আমার শেষ ইচ্ছাটুকুও বিলীন হবে।

"সকল আবেগ, অনুরাগে যে বাসনা করেছি লালন
যে প্রেমে বিভোর ছিলো এই শহর,
থেমে যা‌বে তারও ভ্রমণ ।