দা‌ড়ি‌য়ে থা‌কি বাঁকা প‌থে,
এক মু‌ঠো আশা নি‌য়ে সা‌থে
তু‌মি আস‌বে ব‌লে ভে‌বে রে‌খে‌ছি,
সোনা ডাঙার কাঁজল দি‌বো তোমার চো‌খে।
সেই কাঁজল দেওয়া সজল চো‌খে
নিত্য নতুন স্বপ্ন খুঁ‌জে
তোমায় নি‌য়ে হা‌রি‌য়ে যা‌বো
দূর দিগন্তে উদাস দুপু‌রে।
অসীম পা‌নে তা‌কি‌য়ে থা‌কি‌য়ে
তোমার অ‌পেক্ষায়,
তু‌মি আস‌বে ব‌লে নাম লি‌খে‌ছি
ম‌নের পাতায়!
রঙিন খা‌মে লিখ‌ছি চিঠি
নিত্য ঐ দিগ‌ন্তে
তোমার কাঁজল চো‌খে স্বর্গ খুঁ‌জি
আ‌মি একা‌ন্তে!
তোমা‌কে রে‌খে দি‌বো ভা‌লো‌বে‌সে যত‌নে,
ভা‌লোবাসা খুঁ‌জে নি‌বো তোমার রাঙা চর‌ণে।


I stand still on a winding path
-AB Arif

I stand still on a winding path,
Holding a handful of hope,
Believing you will come,
To gift your eyes with kohl from a golden land.

In those kohl-lined, tear-brimmed eyes,
I will seek dreams anew,
And with you, I shall wander away,
Into the distant horizons of a wistful noon.

Gazing endlessly into the infinite,
I wait for you,
For I have inscribed your name
On the pages of my heart!

I write letters in colorful envelopes,
Sending them daily to the horizon,
Seeking heaven in your kohl-draped eyes,
In the solitude of my longing!

I shall cherish you with love and care,
And in your crimson-touched feet,
I will find love forevermore.