হাওয়ায় মি‌শে যাওয়া আমার দিনগুলো
হা‌রি‌য়ে যা‌চ্ছে অনা‌বিল,
ঘু‌নে যাওয়া স্বপ্নগু‌লো উ‌ড়ে যায়
যেম‌নি ক‌রে গাঙ‌চিল।

কাব্যগ্রন্থ: অ‌পেক্ষা
সংখ্যা:২