ফিরে থেকো না আর দূরে
কেন তুমি ফিরে থাকবে?
ওই নক্ষত্র, সমুদ্রতল, নবতল
তোমার অপেক্ষা দিনগুনে।
যে নিবেদন করেছে, সে জানে
প্রহর কাটে তার কতটা অবচেতনে।
কবেকার ফুটান্ত শিউলি, চামেলি;
শুকিয়ে নিত্বেজ হয়ে যায়
ঝাউতলার শুকনো পাতার মরমর শব্দ;
নিবেদিত তীব্র আকাঙ্ক্ষা।
একটা বেলী ফুল তোমার অপেক্ষায়।
গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা
তোমার হাতের কাচের চুড়ির ঝুনঝুনানি শব্দ;
সে তো মিশে যেতে চায়।
কেন তুমি ফিরে থাকবে?
ওই পাহাড় পর্বত, দিগন্তচুম্বী গগণ
সুর ললাটে দুমরেমুচরে চুরমার করতে চায়।
তারা তোমার অপেক্ষায় দিনগুনে।
এক ঝাঁক জোনাকি পোকা ঝাউবনে জ্বলজ্বল করে
অথির হয়ে অপেক্ষা করে।
তবুও কেন তুমি ফিরে থাকবে?
ফিরে থেকো না আর।
* লেখাটা এখনও পুরোটা শেষ হয়নি। পুরোটা লেখা হলে সংযোজন করে দিবো।