আমার কবিতায় তুমি থাকো,
বইয়ের সকল পৃষ্ঠা জুড়ে
তোমায় নিয়ে লিখবো
অনন্তকাল, অসীম আকাশ খুড়ে।
কিছু কথা, কিছু গল্প
থাকুক আমার কাব্য জুড়ে
হৃদয় দিয়ে লিখবো তোমায়
আপন মনি কুঠোরে।
কিছু বিরহ, কিছু প্রেমে
একমুঠো স্বপ্নে, ভালোবাসার দ্বন্দ্বে
মিশে থাকুক কবিতার প্রতিটি ছন্দে।