রক্তিম রাঙা সন্ধ্যারাগ
তুমি হীনতায় ফ্যাকাসে
আকাশের সবটুকু রঙ
খুঁজে ফিরি তোমাতে।
সবটুকু আর্তনাদ তোমায় ঘীরে
অথচ তুমি নেই;
অদৃশ্য উদাসীনতায় সর্বক্ষণ
তোমাকে ভেবে যাই।
কোন সে দূরে? কোন সে বাতিঘরে?
তুমি নিজে জ্বলে আমায় জ্বালালে
তবে কেন তুমি অমন করে রইলে আড়ালে?
আকাশের তারাগুলো প্রাণহীন হয়ে যায়,
তোমার অস্থিত্বের সংকটে,
আমার মনের মোহন বাঁশি
সুর হারিয়ে বিষাদের সুর রটে।
মোহন বাঁশির বেদনার সুর
ভেসে যায় দূর দিগন্তে
সেই সুরে বিষাদাক্রান্ত মন
সয়ে যায় তোমার অজান্তে।
তোমার শীধু পানের প্রজ্ঞায়,
অযাচিত মন বারংবার সায় দেয়
আর আমাকে সিদ্ধান্তহীনতায় ভোগায়।
মনের নিমগ্নতায় কিছুক্ষণ থেমে যাই
আবার হঠাৎ জেগে উঠি-
তুমি আছো কোথায়
এপাশ ওপাশ করে আমার বেলা যায়।