আমি চাঁদের আলোয়
ছায়া হইয়া;
সূর্যের অন্ধকারে
নিজেরে খুঁজি।
আমি রক্তগন্ধার ঘ্রাণে
তোমারে খুঁজি;
সূর্যের অন্ধকারে তোমারে
হারাইয়া চাঁদের আলোয় তোমারে পাই।
সূর্যের আলোয় নিজেরে হারাই;
দিন কাটে চাঁদের অপেক্ষায়।
আমি তোমারে কবে পাই?
—সূচিত্র দাশ অন্তর