ঘর ছাড়া মানুষেরা কখনো জ্যোৎস্না বিমুখ হয় না।
ক্লান্ত অবশ্রান্ত শরীর মন আশ্রয়ের খোঁজে
স্নেহাতুর মানুষের আলিঙ্গনে তোমাকে ফিরতেই হবে
আমি কিংবা অন্যজন যাকে তুমি ভালোবাসো
তোমাকে ফিরতেই হবে চাতক পাখির কাছে
অন্ধকারের চাঁদকে সে যতটা ভালোবাসে, তার কাছে।
তোমাকে ফিরতে হবে মাঝি মল্লার নৌকার গলুইয়ে
এ ভীষণ জীর্ণ পথে সাহস ও শক্তি সঞ্চারে।
তোমাকে ফিরতে হবে গোধূলি বিকেলে
আমি কিংবা অন্যজনের বাহুডোরে তক্ত পোষে।
একটা কবিতা লেখা হয় তোমার জন্য
একটা ধানক্ষেত, নদী আর একটা বট বৃক্ষ
হেলায় ফেলে রাখি প্রকৃতির প্রতিচ্ছবি
একটা নৌকো নতুন স্বপ্ন দেখায় একাকী
এ আমি সদ্য বিকেলে নবরূপে
পৃথিবীর সব রূপ তোমার তরে দেখি।
অভিনয়ের এক পার্শ্ব চরিত্রে মানবীর প্রেম
এক আকাশ ভালোবাসা মুহূর্তে ভুলে যায়।
কবে যেন গোপন নিলামে হেরেছি আমি
জোছনা রাতের বিলাসী শোক আর অপেক্ষায়।