আজ থেকে আমি আর লিখব না
যে কবিতায় রক্ত ঝরে, শুধু মানুষের রক্ত
যে কবিতায় লেখা হয় তাজা রক্তের বাণী
সে কবিতা কে শুনবে কার কাছে
সব মানুষ তো মরে গেছে
দাফন করেছি একসাথে  
পিতার সাথে ফুটফুটে শিশুর তাজা রক্ত ঝরা লাশ।

আমি কার জন্য কবিতা লিখব
কবিতার থেকে রক্তের দাম কমে গেছে
এই কবিতায় আমার ক্ষুধা মিটবে না
যে কবিতা লেখা হয় সদ্য জন্ম নেয়া
শিশুর হৃদয়বিদারক চিৎকার।
কে ফেরী করবে সেই কবিতা।
আমার মানুষেরা আজ কবিতা পড়ে না।

আমি কবিতায় লিখি মৃত্যু আর মৃত্যু
যে মৃত্যু থেকে বাঁচতে
পালিয়ে বেড়ায় মানুষেরা।
মানবের পথ বিভাজিত
হয় মৃত্যু নয়তো দাসত্ব।
আমি আর কবিতা লিখব না
যে কবিতায় আমার ক্ষুধা মেটে না
যে কবিতা রাস্তায় ফেরী হয় না
আজ থেকে আমি আর কবিতা লিখব না
আজ থেকে আমি
এক একটা বুলেটের দামে রক্ত কিনব, তাজা রক্ত।