সবকিছু পাওয়া হয়ে গেলে
ছেড়ে যাওয়ার মত কিছু থাকে না।
ভীষণ দুঃখস্বচ্ছন্দ্য আর যত অমূলক অভ্যেস
বিষাক্ত কিছু বর্ণ আর নীল অভিশাপ।
বর্ণমালা কাল রঙ মেখেছে আজ
কবিতার প্রতিটি লাইনে শোক।

সব কিছু পাওয়া হয়ে গেলে
স্মৃতি জড়িয়ে রাখব কাকে।
নিজের ছায়াটাও সূর্যের নীতিতে
আন্দোলন গড়ে তোলে বারবার।
সব কিছুর মদ্ধেই ধারাবাহিক পরিবর্তন
থাক না চোখে কিছু নোনা জলের শ্লোগান।