জীবন সন্নিবদ্ধ থরে থরে সাজানো
একটা নির্বিবাদ লোকের বেঁচে থাকার আকুতি
বেঁচেছিলেন তিনি অনেক দুঃখ ভরা অঘোষিত সংগ্রামে।
যে পাপ কথা বলে অতঃপর
বিষিয়ে তোলে নির্মোঘ সবুজ কে বারবার
তবু প্রেম নিঃশেষে ভারী হয়ে আসে এবেলা।

একটা প্রেম হারানোর ছিল
ধীরে ক্ষয়ে ধমনীর ভিতর সৃষ্ট স্পন্দন
অন্ধকার ভীষণ তবু সে বাঁচে পেঁচাদের মতন।
বহুদিন হয় না দেখা এক অশরীরী আত্মার
একটা ছেঁড়া বিকেল আর কলমীর ঘ্রাণ
প্রেম জড়ানো জোড়া কোকিলের কুহুতান।

অন্ধকার রজনীতে মৃত এক জীবন
অন্য জীবনের টানে তবু বেঁচে থাকে।