নিবিড় জীবনে সরীসৃপের কত আত্মত্যাগ মাতৃত্বের
কাণ্ড, শিকড়, শাখা-প্রশাখা, মাতৃকলম
রমনীর ভালোবাসায় গাছ-লতা-পাখি
সবুজে সমারোহে বিস্তীর্ণ প্রান্তর।

মেক্সিকান দেবীর আশীর্বাদে
এক তরুনীর মা হওয়া
অস্বাভাবিক পোস্ট-পার্টম ডিপ্রেশন
কত শূন্যতা এই ভরা পূর্ণিমায়
ঝলমল করে উঠান-দীঘি-আঙ্গিনা
তৃষ্ণার্ত তরুণীর শীতল শরীর
ফিরে আসে শূন্যতাকে ছুঁয়ে।

নিঃস্বার্থ ভালোবাসায় জেগেছে জীবনের স্পন্দন
এ জীবন তাহার নয়
এ জীবন এক কোকিলের জীবন
যে জীবনে এসে ভালোবাসা ফুরায়।
কত পাতা ফুল ঝরে যায়,
উত্তাল সমুদ্রের ফেনা রাশির মতো
আছড়ে পড়ে ডাঙ্গায়।
শত অভিযোগ অস্বীকার করি
ক্ষুদ্র সে বাঁধন অমলীন রয়
মানবীর প্রেম শত চেষ্টায়
এই পৃথিবীর মাঝে তাকে বাঁচাতে চায়।

এক পৃথিবীর প্রেমে পড়ে নিশ্চুপ ঘুম,
শেষ ভালোবাসার মুখোমুখি এই সন্ধ্যেয়
অবহেলায় রক্তাক্ত বুক, জখম করেছে তারা
সবশেষে ভালোবেসে এই ধরনীর পড়ে
অবশেষে নির্জনতায় নষ্ট হয় মানবীর প্রেম।