আমি প্রেম চেয়েছিলাম এই পৃথিবীতে
একটা প্রেম অতি ক্ষুদ্র সরিষার দানার মত
রেনু কিংবা রক্ত কণার মত চঞ্চল
কবিতার খাতায় লিখে রাখার মত
এক নতুন প্রেম চেয়েছি কোন এক মানবীর কাছে।
নি:স্বার্থ যে প্রেম হারায় না অবহেলায়
নীল দিগন্ত যার অস্তিত্বের ঠিকানায়।
শূকনের মত কত খুজেছি সে প্রেম
এক সমুদ্র বিশ্বাস নিয়ে কত মানবীর কাছে
সবুজ চাদরে ঢেকে থাকা মরীচিকার বুকে।
কত তপস্যা নিঃস্বার্থ ভালোবাসার
কত ত্যাগ এক জীবন বেঁচে থাকার।
যে প্রেমের মৃত্যু নিশ্চিত; তার জন্ম হোক নিষিদ্ধ।
যে প্রেম বাকির খাতায় আজন্ম পড়ে রয়
সে প্রেম স্বার্থপর; অসময়ে হারায়।
নিদ্রাহীন রাত যে প্রেমে অকুতোভয়
তাকে লেখা হয় জন্মান্তরের রূপকথায়।