ভেজা চুলে অবিন্যস্ত রমণী
কমলা রঙের রোদে চুল শুকায়
সে চুলের ডানা মেলে মেঘেরা।
সে প্রনয়ের আলিঙ্গনে আবদ্ধ
যতনে সে রয় অযতনে দূরে সরে।
সতী সে নারী
বিচ্ছেদের বাহুডোরে হারায়।
হঠাৎ তারে দেখি
বিরহের আলিঙ্গনে মুষড়ে পড়া কপোতী
অনুরক্ত সে নারীর
শরীরের শূন্যতায় এক চিলতে রোদ্দুর।
আর দেখা হয় নাই তাহার
মানবী করিতে আপন খুঁজেছি নিরন্তর
করেছি পাড় কত সরোবর কত তেপান্তর।
কত গোপন প্রেম এনেছি সদাই করে
কন্যা করিতে নিলাম।
কলি কার ভীষণ চাপা আগুনের মতন
কন্যা করিছে প্রত্যাখ্যান।
তারপর দেখি নাই তাহারে সহস্র শতাব্দী আর।