আজ যখন গাজার শিশুদের ছিন্ন ভিন্ন লাশ
আকাশে খেলা করে, উড়ন্ত শকুনের ন্যায়;
তাদের মুখে উহু শব্দের অভিশাপ
তাদের জন্য নয় বোকাদের দল
যারা তাদের মেরেছে নির্বিচারে
নিস্তব্ধ করে দিয়েছে শহরের পর শহর
কিংবা ক্ষুধার্ত করে রেখেছে সহস্র শিশুকে।
বোকাদের দল তোমরা যুগের পর যুগ ভুল বোঝো
ভুল বুঝো আবাবিল পাখির
যারা তোমাদের কাছেই আজরাইল বেশে আসবে।
ভুল বুঝো ইমাম মাহাদির
যার যুদ্ধের পর তোমাদের কবরস্থানেই ফসল ফলাবে।
ভুল বোঝো নিজেদের সক্ষমতার
যার জন্য কেবল স্ত্রীরা আচলে বেঁধে নির্বোধ প্রেম বিলোবে।
বোকাদের দল সেইসব হাহাকার অভিশাপ
তোমাদের নির্বুদ্ধিতার, নির্জনতার আর পরাধীনতার।
মাঝে মাঝে নিজেকে মৃত মনে হয়
তেলাপোকার মত বেঁচে থাকা যার
হাসিমুখে মেনে নেয় জীবনের ভাড়
তাদের জন্য যুদ্ধ-মৃত্যু কাল্পনিক
তারা মরে না, বেঁচে থাকে আমৃত্যু
যাদের কল্পনায় বেশ্যারা বেহেশতের হুরের সমান
তারা লাশ হয়ে থাকে পৃথিবীর এক কোণে
অতঃপর ভীত হয় বর্ষায়, ঝড়ে আর মেঘের গর্জনে।
সুবোধ বালিকার বিকশিত যৌবনে মানবের অবাধ বিচরণ
অতঃপর ক্লান্ত, ঘুমন্ত কেটে যায় রাত্রি
আমি অনেক যোদ্ধা দেখেছি
যার যুদ্ধক্ষেত্র
চার দেয়াল, জীবিকা আর মসজিদের প্রাঙ্গণ।
আমি অনেক যোদ্ধা দেখেছি
যার কলমে রক্ত ঝরে এবং যার শেষ প্রান্তে রমনীর আলিঙ্গন।
সেইসব আর্তনাদ তোমাদের বিরুদ্ধে বোকা মোসলমান
এই সব অভিশাপ তোমাদের ধ্বংসের পথের নিদর্শন।