আমরা দুজন দুদিকে একই সরলরেখায়
তুমি চলে যাচ্ছ ধীরে পৃথিবীর অন্য প্রান্তে
অন্তপুরের মহাসমুদ্রের লোকালয়ের ভীড়ে
আমার হাতছানি যতদূর দৃশ্যমান হয়
আশীর্বাদ জেনো আঙুলের প্রতি ফোটায়
প্রতিটি স্পর্শে গভীরতর ভালোবাসায়।
এক জীবন তুলসীর মত প্রার্থনায়
তিলে তিলে গড়ে ওঠা কর্মযজ্ঞে
বহুবার এক স্রোতস্বিনীর ধারালো তঙ্চু
ছড়িয়ে পড়েছে কত দাগ শরীর ও মনে।
উদ্বাস্ত হয়ে রাস্তায় কত রাত্রি যাপন যার
রূপক কবিতায় ঠিকরে পড়ে বাসনা মানবের
ফিরে যেতে চায় হাজার কোটি বছর আগে
সেই সময়; যখন সে একান্তে কথা বলে বিধাতার।
ছেড়ে যেতে হয় কত জীবন, কত প্রেম এবেলায়
কত কাল, কত সময় নি:শেষে ছেড়ে যায়
এক সমুদ্র প্রেম হারায় ধীরে এই সন্ধ্যায়
আমাদের স্মৃতি কতক হারিয়ে যায় অজানায়।
চার আনা দামের স্মৃতি সব আনমনে কাঁদায়
বেঁচে আছি তবু আজ অনেক মৃত্যু ভয়।
এই জীবন তবু একটা কবিতার সারসংক্ষেপে
গরলের ন্যায় বিষে আজ নেশা জাগে।