হাতে করা পড়ে আছে কবি
আজ তবে রক্তপাত অবশ্যম্ভাবী
একটা কবিতা হৃদয়ের তাজা রক্তে রঞ্জিত
হাহাকার করে প্রেমিকের দেয়া পদ্ম।
কবি রাখেনি দেয়া কথা তার
হয়নি দেয়ার প্রতিদান প্রেমিকার ভালোবাসার
শত কবিতায় আর হবে না ক্ষমা
এবার তবে মৃত্যু অবধারিত কবির।
রক্ত গোধূলি মৃদু দখিনের বাতাস
হাঁকডাক ছাড়ি ধূসর অতীত দুয়ারে
সেই পথ তাকে কত ব্যথায়
এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখে।
কবি এগিয়ে যেয়ে আত্মহনন
মনে পড়ে তার সেই গোধূলি সময়
এক বুক ভালোবাসার প্রতিদান দিতে
পারেনি কবি দিতে তার কবিতায়।
কবি আজ মৃত্যু আলিঙ্গনে আত্মহারা
শত পাপ ধুয়ে যায় নিমিষে
দেয়া কথা গুলো তার কবিতায়
কালের আবর্তে ফের ফিরে আসে।