দুজন ছিলেম যখন
শ্বেত সকলের পবিত্রতা কি আমাদের পেয়েছে?
সেই পবিত্রতা যাতে অশুচিরা বিদায় নেয়
তুমি তখন আমার প্রেমিকা ছিলে।
অতঃপর এ জীবন তাকেই বেছে নেয়
যার ঋতুর প্লাবন নষ্ট করে যৌবন
আশ্রিত ভালোবাসার শ্বাস নেয় দিবসের চোখ
সেই প্রেম যার অস্তিত্বে বিচ্ছেদের শোক।
চন্দনের ছোঁয়ায় যে মুখ উজ্জ্বল
তাকে ভালোবাসি, অনেক ভালোবাসা।
শরীরের বক্রতায় যেখানে নতমুখ সৌন্দর্য
তাকে ভালোবাসি, অসম্ভব ভালবাসা।
এ অতৃপ্ত ভালবাসা হৃদয়ের নয়
যে ভালবাসায় অসহিষ্ণু বাসনা জাগে
ভীত পতঙ্গের ন্যায় অন্ধকারে।
এই পৃথিবীতে বিধাতার আলিঙ্গন
এক শুভ্র সকালে সতেজ কুমড়ো ফুলে
জীবন জেগেছে দেখি কর্পোরেট প্রেমে।
দীর্ঘতর হোক এ জীবন
তার জন্য; তৃতীয়জন; বেঁচে থাকুক।
অবুঝ সে বেড়ে উঠুক ভালবাসায়
একসমুদ্র প্রেমে যেখানে আকাশ নতজানু হয়।