গভীর বিস্ময়ে যখন নতুনত্বের ডাক আসে
জমানো দুঃখবোধ প্রেমিকার টানে
ফিরে পেতে চায় যতসব অমূলক অভ্যেস
তার সাথে একটা জীবন; এখন ঘুমন্ত।

কবিতারা মিথ্যা বলে না
তবে এই ঘাস নদী বটমূল
নিঃশ্বাসে তাদের কত মিথ্যা আশ্বাস
ভীষণ দুঃখবোধে মুষরে গেছে জীবন।

সময় কতবার পথিকের প্রাণ
এক জীবন থেকে অনেক জীবন
সেযুগের ইতিহাস চাপা পড়েছে
চাপা পড়েছে অন্ধকারের পেঁচাদের কথকথন।

এ জীবন বিশৃংখল দু সপ্নে বিভোর
হারানো জোৎসনার মত স্থির অনুউজ্জ্বল
তবু সেই ঘাসফুল শিশিরের স্নানে
এক সমুদ্র আকাঙ্ক্ষায় অবিরল।