তোমাকে আমার লিখতে কষ্ট হয়
প্রভাত বেলায় যখন মুষলধারে বৃষ্টি নামে
জীবন থমকে এক ঘরে বন্দী
পুরনো প্রকৃতি ধুয়ে যাচ্ছে দেখো।

আমি প্রেমিক হতে আসিনি
কবি হতে জন্মেছি পৃথিবীতে।
ঘোর কাটানো এ বর্ষায়
প্রভাত সূর্য হেলে পরে দালানে
এই উঁচু অট্টালিকায় কত জীবন নীরবে
হার মানে ধূসর প্রেমিকার কাছে।

তোমাকে আমার লিখতে কষ্ট হয়
প্রকৃতির অনুভবে জীবন গল্প লিখে
দাড়কাকের কোলাহলে মৃত্যু দেখি
এক সুন্দর মৃত্যু, কত বেদনা সে চিৎকারে।
সময় আসেনি তব, মিটে নি স্বাদ জীবনের
অবেলায় কত সুখ খুঁজি নীরবে।
কত লেখনি, শত প্রাবন্ধিক
সেই মোহনীয় কোমল মৃত্যুর অপেক্ষায়,
তবু তোমাকে আমার লিখতে কষ্ট হয়।