রুপকথার অনেক নিবিড় কষ্ট আছে
ঝিঝি পোকার ডাকে ঘুম ভাংগে।
রক্তবর্ণ চোখ আর বিষাদ বিকেল
বট পাতায় এক একটা নতুন জীবন
তবুও আজ কাল ভালো থাকার জন্য
পরিচিত কিছু মুখ ভোলার অভিনয়
বন্য নিজেকে অতি তুচ্ছ মনে হয়।
ভালোবাসা জমানো থাক হিমায়িত
পৃথিবীর শেষ প্রান্তের বরফ মমি।
সহজিয়া রমনির শতবর্ষী প্রেম
অতিত স্মৃতি স্মারক; তুমি।
এখনো শুধু স্বপ্নে ভাসে মাত্রাবিহিন কিছু কবিতা
ভিষন অতীত খুধায় তোমার স্মৃতি নাড়ায়।
তেতো সম্পর্কে এখনও মানুষ হতে অনেক দেরি
বিবর্ণ বিষাদে আঁকড়ে থাকে প্রতীক্ষিত হৃদয়।