একদিন অবসরে যাব
ব্যস্ততা বিহীন এক শহরে
দেয়ালে টাঙ্গানো স্থির ছবি
একলা এক নদীর তীরে।
কিছু আচমকা স্মৃতি।
পুরনো বইয়ের ধূলিময় মলাট
দিগন্ত থেকে দিগন্ত বিস্তৃত
পায়ের তলায় সবুজ মাঠ।
বিশাল আকাশ নুয়ে থাকে
সাদা মেঘেদের ছায়ায়।
একাকী জীবন কেটে যাবে
হাঁস, ঘাসফুল আর বটগাছের মায়ায়।
সবকিছু মিলে আমার পৃথিবী
মধ্যবিত্ত মায়ার বেড়া জালে বোনা।
থাকুক না যত শোক-দুঃখ-যন্ত্রণা
বিচ্ছেদে কাটানো সময় আর বেদনা।
হৃদয়ের অন্তস্থলে এক কোণে
শূন্যতায় ঘেরা বটগাছে
যদি না পাই মুক্তি।
অবশেষে আমিও ছদ্মবেশে
বেকুল হৃদয়ে ভালোবাসার উত্তাপে
জড়িয়ে রাখবো স্মৃতি।