বিন্দু থেকে বিশদ সন্ধ্যার মেঘ
দুটি চোখ নিষ্পেষিত কালো।
এক পশলা বৃষ্টি শেষে প্রকৃতির মত
স্থবির, সুন্দর আর পবিত্র।
পূর্ণিমার চাঁদের বিশুদ্ধতায়
জোনাকির মতো মিটমিটে চাহনি।
নিঃশব্দ পৃথিবী অপেক্ষায়
নতুন সকালের সৃষ্ট পাখিদের কলরব।
অগাধ জলের ভেতর তৃপ্ত মাছের আহ্লাদ
আমের কুঁড়ি কুড়ানোর আমেজে
অর্থনগ্ন বালকের ছোটা ছুটি
সৃষ্টির গহীনে রচিত স্মৃতিময় শৈশব।
তুমি বেড়ে ওঠো বাবা
সর্বদা ঘিরে থাকুক আদরের আবছায়া
পালঙ্কে শুয়ে ঘুমাবার সাধ
এক বিশাল নীল আকাশের আশীর্বাদ।
@ কবিতাটি আমার একমাত্র ছেলের প্রথম জন্মদিনের উপহার।
বেঁচে থাকো সাফওয়ান ইবনে ফরহাদ। ইচ্ছে পূরণের অভিপ্রায়ে বাঁচো চিরকাল।