আক্ষেপ রাখি নাই কখনো
নিকৃষ্ট পতিতার যোনী ছিঁড়ে আসা
কিম্ভুতিকার নরপিচাশ।
অক্টোপাসের মতো চোষক বিঁধে
আমার গলিত পঁচা লাশ।

জীবন্ত শিশুর গলার মাড়িয়ে
মৃত্য নৃত্য করে পড়ে ঘুঙ্গর,
খিলখিলিয়ে হাসি অবাঞ্চিতের
ভুলে থাকে সে নিখিলেশ্বর।

শতাব্দি পরেও পবিত্র আত্মার
অবহেলিত সমাধি সাবলীল,
আক্ষেপ রাখি নাই তবুও
বেঁচে থাকুক ওরা অবলীল।