একদিন ভুইল্যা যাবো তোমারে...
তোমার স্মৃতি আয়না খান ভাইঙ্গা দিয়া নিজের ভেতরে ফিরা আইবো। এমন কইরা ফিরা আইবো তুমি আমার দিকে তাকাইলেই চমকে যাবা। যেভাবে ফিরে যায় মরা মাইনষের শরীর থেইক্কা আত্মা!আমিও তুমি মুখী থেইক্কা ফিরাইয়া নিবো আমারে।
সত্যি কইতাছি একদিন তোমারে ভুইল্যা যাবো, যেমন কইরা ভুইল্যা যায় মন্ত্রী হইয়া সিটে বইসা সাধারণ জনগণরে ভোটের সময় চামড়ার মুখের ওয়াদা। তেমন কইরা ভুইল্যা যাইবো তোমারে।
তোমার হজ্ঞল কথা একদিন শেষ হওয়া শীতের, শেষ শীতের রাইতে অতিথি পাখির ডানায় বাইন্দা দিয়ে কইবো, তোমারে এক্কেবারে বিদায় দিলাম। যেমন ভাবে বিদায় নিলে আফসোসের বাতাস লাগে না গায়ে।
তোমারে ভুইল্যা যাবো। দেইখা নিও তোমারে একদিন ঠিক ভুইল্যা যাবো। যেমন কইরা ভুইল্যা যায় মানুষ সিনেমার শেষ দৃশ্য মিলনে মধ্য বিরতির আগের চোক্ষু থেইক্কা জল আসা আবেগ।
তোমারে একদিন ভুইল্যা যাবো, খুব বিশ্রী ভাবে ভুইল্যা যাবো!