সময়ের পিঠে চড়ে তোমরা অক্লান্ত সহিস
আরো দ্রুত আরো দ্রুত চক্রাকারে ছুটে ছুটে,
কখনো কি সেই অশ্বের চোখে চোখ রেখে
এক অনু পল গভীর ভাবে তাকিয়ে ছিলে তুমি ?
যদি সেই বিশ্রাম তুমি পেতে, আমি নিশ্চিত-
তুমি ও সময় থমকে যেতে আমার মত করেই
তোমার আর সময়ের মাঝে প্রেম হয়ে যেত সুনিবিড়।
সময়ের পিঠে চড়ে তোমরা সবে দুরন্ত সহিস
তোমরা আজ সবে ভবিষ্যতের বাজীতে জেতা উন্নত মানুষ।
তোমারা সবে সামনে ছুটে চল জীবনের মশাল হাতে,
আর আমি সময়ের চোখে চোখ রেখে থমকে দাড়িয়েছি
আর আমি অফুরন্ত অতীতে সময়ের সাথে সংসার পেতেছি।
আমি এখন তোমাদের পরিত্যাক্ত অতীত দেখতে পাই।
আমি এখন তোমাদের ফেলে আসা কথা নিয়ে খেলি
অবসরে তোমাদের জীবনের গল্প চলচিত্রের মত দেখি,
তোমাদের হাসি কান্না, ভালবাসা অভিমান, ঘৃনা, প্রেম,
অশ্ব খুড়ার নালের মত বাতাসে চিরস্থায়ী চিহ্ন ফেলে গেছে।
তোমাদের ফেলে আসা অতীত এখন আমার অফুরন্ত বর্তমান,
তোমাদের অতীত ঝিনুকমনির মত আমার মাটিতে শেকড় গেঁথেছে!