তোমার এক পাশে থাকে শহর,
তোমার অপর পাশে থাকে নারী,
তোমার অপেক্ষায় রাঁধা চূড়া গাছ
চুল বাঁধে, চুল ছারে ফুল বাহারী।
তবে পথিক তুমি কোন পথ লবে?
শহর, নারী না অরণ্য?
তুমি কোন পথে গেলে সুখ পাবে?
তুমি কোন পথে গেলে বেশি ঠকে যাবে?
তুমি জানোনা তুমি কি চাও;
তুমি বিভ্রান্ত, তুমি ইতস্তত;
তুমি যে পথেই যাও
তোমার প্রতিবিম্ব খুঁজে পাও, ক্ষত বিক্ষত।
তোমাকে বাঁধে চুল
তোমাকে কাঁদায় ফুল
তোমাকে বুকে নেয় না তো শহর
তোমাকে কষ্ট দেয় নারী,
তোমাকে ফিরিয়ে দেয় ঘন অরণ্য নহর।
তবে পথিক তুমি কোন পথ লবে?
শহর, নারী না অরণ্য?