যে তোমাকে বলতে পারে একদিন ছেড়ে যাওয়া কথা, সে তোমাকে ছেড়ে দিতে শুরু করেছে। মানুষটা শুধু মাত্র একটা নির্দিষ্ট দিনের অপেক্ষা করছে। দিনক্ষণ দেখে তোমাকে জানান দিতে যে, সে আর তোমার জীবনে থাকতে পারছে না।
ছেড়ে যাবে, ছেড়ে যাবে বলে যে মানুষ মাঝেমধ্যে ভয় দেখাচ্ছে? একদিন দেখবে সম্পর্কে ভেতরে যে সব কথা ডাষ্টবিনে ফেলে দেওয়ার মতো, সে সব কথা জাদরেল নেতার মতো অজুহাত বরাবর তোমাকে ছুড়ে দিবে। তুমি সাধারণ জনগণের মতো নেতার চোখে তাকাতেও ভয় পাবে।
মানুষ যখন ছেড়ে যায়, তার আগেই ছেড়ে দেয় স্বপ্ন দেখা চোখে স্বপ্ন দেখতে, তখন শুধু আঁকতে থাকে দুঃস্বপ্নের ছক! যে সব ছকে তুমি তোমার অস্তিত্ব মিলাতে পারবে না। আসলে অস্তিত্ব মিলবে না। কিন্তু তোমাকে সে যে করেই হোক বসিয়েই যাবে অপরাধীর কাটগড়ায়।
দিন শেষে তুমি কিন্তু ভালবাসার ক্ষেত্রে স্বচ্ছ সুন্দর ছিলে, কিন্তু তোমাকে যে ছেড়েই দিবে বলে সিদ্ধান্ত নিচ্ছে? নিলো? সে তোমাকে অজুহাতে কাছে আটকে দিবে ভুল ছিলে।
অজুহাত যেখানে সম্পর্ক বিযোগের লভ্যাংশ সেখানে নিজেকে প্রমাণ করতে যেও না। সরে আসো নীরবে কষ্ট হলেও সেই উত্তম। কারণ ভালবাসায় অজুহাতে জায়গা নেই।