একটা সময় ছিল
যখন তুমি এই পৃথিবীতে ছিলেনা।
আবার একটা সময় আসবে
যখন তুমি এই পৃথিবীতে থাকবে না।
পৃথিবীতে নিয়ম করে দিন হবে, রাত হবে,
কিন্তূ তুমি আর ফিরে আসতে পারবে না।
না, না,না, কখনোই না! আর কখনোই না।
আর কখনো দেখবে না এই মেঘ, বৃষ্টি রোদ্দুর,
এই সকাল সন্ধা, রেবতী রাত আর মধ্য দুপুর
ঝড় জোছনার মৌনতা ভেঙে ধানের ক্ষেতে বাতাসের ঢেউ ।
তোমাকে কেউ মনে রাখছে আবার মনে রাখছে না কেউ।
তোমার প্রীয় মানুষগুলো তখনো –
ক্ষুন্নিবৃত্তির তাড়নায় পৃথিবীর পথে পথে হাটছে।
তোমার শূন্যতার নিরবতা খান খান করে-
ভেঙে দিচ্ছে অন্য কোন নবজাতকের চিত্কার।
আবার সেই পুরনো চক্র চক্র চক্রান্ত।
তুমি আমি সব চক্রান্তের শিকার।
শুধু দেখে যাও;এই জীবন তো দেখে যাওয়া ছাড়া আর কিছুই নয়!