তুৃমি চলে যাওয়ার পর
এই জনমে আবার পুনর্জন্ম চেয়েছিলাম
জীবনের ভেতর পুনর্জীবন চেয়েছিলাম
তোমার অভিরূপ একটা সুখ ও চেয়েছিলাম-কিন্তু তা আর হলো হলো না।
তুমি চলে যাওয়ার পর
একটি গোলাপ ফুটতে চেয়েছিল সকল গোলাপের মতোই
কিন্তু হঠাৎই তার ভেতর তুমুল দুঃখ এবং ক্ষত
গোলাপ হয়ে আর ফুট উঠা হলো না।
একটি পদ্মফুল, একটি ভোরের অপেক্ষায় ছিলো
কিন্তু পদ্মফুলটি কেমন জন্মাহত,তার আর বেড়ে উঠা হলো না।
তুমি চলে যাওয়ার পর
আমার কবিতার বয়স বৃদ্ধি হলোনা,অসময়ে শেষ হয়েছে জীবনের আয়ু।
তুমি যাকে অস্বীকার করলে - সে তোমার প্রেম।
তুমি যাকে কাফের বললে- সে তোমার ভালোবাসা।