এই শপথ কিংবা কোলাহল
আমাকে ভালোবাসেনি
এই নীলিমা কিংবা ব্লাকহোল
আমাকে গ্রহণ করেনি|
এই অধরা,জমে থাকা শুকতারা
ভূল করেও ফিরে তাকায়নি।

তবুও আমি তাদের খুঁজে বেড়াই
হৃদয়ের গহীনে এবং মনের ছায়ায়|
আকাশের তারায় তারায়
নিঝুম গ্রামের অবনী পাড়ায়|

আমি তাদের খুঁজে বেড়াই
শুক্লা তিথির পূর্ণিমায়।
ঐ দুর্লভ নীলিমায়,উত্তপ্ত নিহীরিকায়।

যদি ভূল করেও একবার ফিরে আসে,
একবার কথা কয়
প্রস্থান নয়,বিরহ-বিচ্ছেদ নয়
হৃদয় ছুয়ার গল্প যদি আবার হয়|
আমি সেই আশায়,ঐ ভালোবাসায়
তাদের খুঁজে বেড়াই
পাই বা নাই
তবুও খুঁজে বেড়াই।