হৃদয়ের প্রয়োজনে একটু ভালোবেসে ছিলাম
তুমি ভালোবাসোনি
তুমি আকাশের নীলে হারালে
দুটি সীমান্তের মাঝে কাঁটাতার একে।
এই দুপুর, এই সন্ধে
এই নগরী ভাসছে মৃত আত্মার গন্ধে।
তুমি চলে যাও,বুকের বাঁপাশে শাদা মসলিন কফিন
তুমি চলে যাও,নিশিথের এই পাখি জেগে আছে ক্লান্তিহীন।
বিস্মৃতির এই পথে তোমাকে হারিয়ে আমি নিড়হীন পাখি
চোখের কোণে বেদনার জল, পৃথিবীর ক্লান্তি,ধূলো
রাতের নিয়ন আলোয় দিশেহারা জীর্ণ দুঃখগুলো
তুমি চলে যাও,বুকের বাঁপাশে শাদা মসলিন কফিন
তুমি চলে যাও,নিশিথের এই পাখি জেগে আছে ক্লান্তিহীন।
রাতের গভীরে,কোন এক শহরে
তুৃমি লিখে যাও এই গল্পের এপিটাফ
প্রণয়ের নগরে,লোকেদের ভিড়ে
তুৃমি দিয়ে যাও বিষাদের মাফ।
তুমি চলে যাও,বুকের বাঁপাশে শাদা মসলিন কফিন
তুমি চলে যাও,নিশিথের এই পাখি জেগে আছে ক্লান্তিহীন।