একা থাকা মানে শূন্যতা নয়,
বুকের ভেতরে আর্তচিৎকার    
ডাউন ট্রেনের মতো ঝক-ঝক শব্দ
অবিরাম বাজে।

একা বেঁচে থাকার মানে শুধু কষ্ট নয়,
চোখের কোণে এক শোকের নদী
তীর ভাঙার মতো সর্বগ্রাসী হয়ে
ছুটে আসে।        

একা রাত জাগা মানে নিশাচর নয়,
ডাহুক পাখির মতো নিজেকে সপে দেয়া
খুব নিশীথের স্বপ্ন হীন আঁধারে।

একা ভালোবাসার নাম অন্ধত্ব নয়,
পাঁজর খোলে দেখ দেশলাই কাঠির মতো
সাজানো আছে কষ্টের স্তুপ।

একা থাকার নাম জীবন নয়,
একা থাকার নাম অপেক্ষা।

১৫/০৭/২০২০