রোজ ডুবে যায় চাঁদ কদমের বনে
শুক্ল পক্ষ এত দ্রুত ফুরায়!
এমনকি নক্ষত্রের দীর্ঘ ঘুম
বহুদিন-বহুকাল, এত অপেক্ষা এত উপেক্ষা -
আমি বিরহী প্রেমিক
আকাশ দেখি, মেঘ দেখি
নতমুখে তাকিয়ে থাকি
আমাকে নতমুখে তাকিয়ে থাকতে হয়।

ফিরে গেছে চৈতী বিকেল
নোঙর ছিঁড়ে নিরুদ্দেশের পাল,
আজ হাওয়া লাগুক এদিক সেদিক
আর কতদিন আর কতকাল, এত অপেক্ষা এত উপেক্ষা
এত দীর্ঘ সময়?

কোন বুনো স্বপ্নে উন্মাদ মহাকাল,
কত আঁধার, কত শর্বরী মোহ মায়া
লুকোনো সুখ, চন্দ্র ছায়া
আমি বলিনি কোনো কথা-
শুধু নির্বিকার তাকিয়ে থেকে
জেনেছি, প্রেম আর দ্রোহ সমান্তরাল।