আমি ডাকলাম
তুমি বললে আসছি,
আমি অপেক্ষায় থাকলাম।
অপেক্ষায় থেকে থেকে আমি প্রতীক্ষার প্রহর গুনলাম;
তুমি এলে না।
আমি এখন প্রতীক্ষারত অভিমানী প্রেমিক
লোভাতুর দৃষ্টি মেলে তাকিয়ে থাকি
লাজুক হাসনাহেনার দিকে।
দুঃসাহসের যে-গল্প প্রচ্ছন্ন ছিল
একদিন, আজ-
ভীরু আকাঙ্ক্ষায় সব নেতিয়ে পড়ল
তুমি এলে না,
হ্যাঁ তুমি এলে না।
আমি প্রতীক্ষায় আছি আজো
একদিন ফুলেরা হাসবে।
সেদিন আবার ভালোবাসার গল্প বলবো
আমার প্রতীক্ষা শেষ হবে।