তোর মায়াবী দীঘল চুলে
বুঝিনি সে কোন খেয়ালে,
নীরব মনে প্রেম খুঁজেছি।
তোর চোখেতে মেঘ দেখে তাই
বৃষ্টি হবার ইচ্ছে জানাই,
তাই তো তো'রি সঙ্গ নিয়েছি।

তোর হাসিতে উদাস হবো
ভরদুপুরে ক্লান্তি হবো,
জ্যোৎস্না হবো রাতে।
তোর মায়াতে জড়িয়ে যাবো
ইচ্ছে হলে আকাশ ছুঁবো,
ছুটবো তো'রি সাথে।

তুই তাকালে ঠোঁটের কোণে
ভাসি আমি হাসির বানে,
তুই যে সারাবেলা।
তোর মনেতে মন দিয়েছি
তোর মায়াতে মন বেঁধেছি,
তোর সাথেই পথ চলা।

শ্রাবণ দিনে তুই বিহনে
আর কে আছে আমার সনে,
পথ হারাবো কদম বনে।
তোর কথাতে মন খোয়াবো
একটু সুখের পরশ হবো,
বৃষ্টি ভেজা দিনে।