তোমাকে পেয়ে ভুলেছি পথের ক্লান্তি
ভুলেছি আছে যত ব্যথা আর বেদনার প্রহর,
তোমাকে ভালোবেসে হৃদয়ে গড়েছি প্রেমের শহর।

বসন্ত এসে গেছে কেউ বলে গেলো কানে কানে
কতনা একাকী প্রহর কেটেছে সঙ্গোপনে।
তুমি এলে তাই, নিজেকে হারাই
এক আকাশ নিঃসীম শূন্যে,
যত দেখি তবু ভরে নাকো কভু
আছো এই প্রেম অরণ্যে।

তোমাকে পেয়ে খুঁজি না আর নতুন কোনো সুখ
মিটেছে আমার প্রাণের তৃষ্ণা,
সকল বাসনা।
দূর দ্বীপ ঘুরে, কোনো অবসরে
যতটা গিয়েছে সময়ের বহর
তোমার হাসিতে এই ধরাতে
মুখরিত চরাচর।