তোমাকে আজ বড্ড ভীষণ
পড়ছে মনে,
খোলা হাওয়ায় মন উড়িয়ে দিলাম
তোমার পানে।

তোমাকে আজ একলা
থাকার ফাঁকে,
আনমনে তাই খুঁজে বেড়াই
ধূসর চোখে।

তোমাকে আজ স্মৃতির জালে
বন্দী করে,
না বলা সব কথা গুলো বলতে
ইচ্ছে করে।

তোমাকে আজ কোন
খেয়ালের বশে,
দুরন্ত মন ছুটছে তোমার পানে
গভীর ভাবাবেশে।

তোমাকে আজ বৃষ্টি ধারার নীরব
ক্ষণে ক্ষণে,
বুকের ভেতর অথৈ চাওয়ার ভাসছি
প্রবল বানে।

১৪.০৪.২০২২