খরায় কেটেছে যে জীবন উন্মুখ বৃষ্টির আশায়
ভাসিল একা একা তরী এই  ভরা বরষায়।

সাধের জনম যদি বিফলে ফুরায়
কী-বা দোষ কারে দিই এই অবেলায়।