আমি আর কী দেখি
ধূসর দুটি চোখে?
রাত- ভোর, বিকেলে চড়ুই দু'টির অমীমাংসিত মুহূর্ত বিলাস।

জলের ছোট ঢেউয়ে সূর্যের হাসি
আর রেটিনায় জলের ছবি আঁকি।

আমি আর কী দেখি
স্রোতের প্রতিকূলে জেলের জীবন?
সারাক্ষণ স্রোতের প্রহার সহ্য করে
ঘরে ফিরে,
এরকম যুদ্ধ শিখি।

আমি আর কী দেখি
যারা দেখে রংধনু, রঙের ছবি আঁকে
আজ না হয় দেখে নিলাম খানিক ফাঁকে।

২৬-০২-০৭