তুমি এতটা উদাসীন কী করে হও বলো?
সবুজ জোনাকিরা খেলা করে তোমার পাশে
তাকানোর অবকাশ নেই তোমার।
তোমার চোখের দৃষ্টি আজ বড় বেখেয়াল,
বড্ড বেশি বেখেয়াল।

তুমি এতটা উদাসীন কী করে হও বলো?
বারবার বসন্ত আসে, কোকিল ডাকে কুহু
লাল শাড়িতে কৃষ্ণচূড়া সাজে নবরূপে।
একটি ফুল, কেবল একটি ফুল কি
তোমার খোঁপার অলংকার হতে পারেনা, বলো?

তুমি এতটা উদাসীন কী করে হও বলো?
শ্যামল দূর্বা ঘাস স্নান করে বৃষ্টির জলে
নিরাভরণ দেহ পুলকিত হয়।
কাশবনে সাদা পরীদের মেলা বসে
অসাধারণ ভঙ্গিমায় হাসে, নৃত্য করে।
মায়াবী পৃথিবী সুন্দরের ছ'টায় সম্বিত ফিরে পায়।

তুমি কি এমনি করে মোহাবিষ্ট থাকবে
মনের সুপ্ত গহনে?
অব্যক্ত কান্নার জল ঝরাবে কি দু'নয়নে?

১০/০৪/১০