অন্ধকার ও কুয়াশা
তীব্রতা কার বেশি?
আশা ও মনের
গভীরতা কখনো কি মেপেছি?

ভুল ও শুদ্ধতার পাশাপাশি বাস
নিজের ঘরে তবুও পরবাস।
নিয়ম ও অনিয়ম এমনি অমোঘ
কেউ কি বুঝি জীবনের যোগ বিয়োগ?