এখন আমার শুন্য হৃদয় একলা দুপুর বুকের মাঝে,
হাপিত্যেশে দাপিয়ে বেড়ায় সঙ্গোপনে;
এখন আমার চোখের কোণে বরফ গলে সকাল সাঝে।
এখন আমি ভীষণ একা শহরতলীর এই গলিতে,
হাটতে গিয়ে হোঁচট খেয়ে পথের ধারে
পড়ে থাকি রাত বিরাতে।
শ্মশান থেকে বেরিয়ে আসে পোড়া লাশের ছাইয়ের গন্ধ,
ভেতর পোড়ার নীরব মিছিল শুনবে কে হায় অনিরুদ্ধ?
আমি এখন মৌন মনে সারাবেলা গভীর শোকে;
তোমার যাওয়ার পথে চিহ্ন এঁকে
সময় কাটে পরাজয়ের কাব্য লিখে।