মেঘ ঝরো হলেই আকাশ নেমে আসে কাছে
যেমন বিকেল ফুরোলেই গোধূলী,
শীতের শেষে বসন্ত।
রাত আছে বলেই জ্যোৎস্না আছে, জোনাকি আছে
বৃষ্টি শেষে রংধনু -
কেউ ছিলো বলেই এখন বুকের উঠোন শূন্য।
এবং
অনেক দূরে থেকেও কাছের কেউ
একটু অনুরণন
বৃষ্টির মতই হঠাৎ আগমন।
অতটা দূরে নয় আকাশ -
দিগন্ত ছুঁয়ে আছে বলেই এখনো স্বপ্ন দেখি ভালোবাসার।