কোনো এক গোধুলি সন্ধ্যায়
আমি আবার আসবো ভালোবাসা কুড়াতে
তোমার দুয়ারে,
ফিকে হয়ে যাওয়া রংধনুর রং
ফুরিয়ে যাবে পুব আকাশে
আর তুমি-
বাষ্পীয় জলের মতো চোখের সামনে
নিমিষেই মিশে যাবে শ্রাবণের বাতাসে।