ঐতো সেদিনও
যখন আমি গভীর রাতে
সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনে ঘুম থেকে জেগে উঠতাম,
যখন আমি বাতাসের শো শো আওয়াজে নুয়ে পড়তাম-
যেন বিভৎস চিৎকারে আমার কান ঝালাপালা হয়ে যেত।
আমি চোখ বুজে নীরব হয়ে থাকতাম।
সে-দিন গুলো আজও আমার মনে পড়ে;
কী ভয়ংকর সুন্দর দিন!
এখনো মনে আছে
সেই বৃষ্টি বাদল ঝরা দিনে
আকাশে বাজের শব্দে
জড়োসড়ো হয়ে যাওয়ার কথা।
মনে আছে সেই নিগূঢ় অন্ধকারে
বাক রুদ্ধ হওয়ার কথা।
আমি বিকেলের পথ ধরে হাটি,
তখনো হাঁটতাম।
তারপর
চলার গতি থেমে যেত-
থেমে যেত সকল কৌতুহল।
আমি পাথরের উপর জীবন রেখে
হাতুড়ি দিয়ে চেপে ধরি।
অথচ কী অদ্ভুত!
আজ জীবন কতো স্বাভাবিক
নির্বিবাদে সব মেনে নেয়।
রাগ-ক্ষোভ, অভিমান-অনুযোগ
কষ্ট গুলোও হার মানে।
এইতো জীবন -
স্মৃতির পুরোনো ক্যানভাসকে ছুটি দিয়ে
খোঁজে নিতে হয়েছে আমাকে
অন্য একটি জীবন।